ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

করোনায় আক্রান্ত জেমি ডে

লম্বা বিরতির পর গত শুক্রবার মাঠের ফুটবলে ফেরাটা জয়ে রাঙিয়ে বাংলাদেশ। ঐদিন নেপালকে ২-০ গোলে হারিয়ে আনন্দে মাত লাল-সবুজ প্রতিনিধিরা। কিন্তু এর দুই দিন পরই সেই দলটিকে দুঃসংবাদ দিলেন প্রধান কোচ জেমি ডে। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। 


নেপালের বিপক্ষে ম্যাচের পর দিনই বাংলাদেশ দলের সবার করোনা পরীক্ষা করা হয়েছিল। তাদের মাঝে শুধু ডেই পজিটিভ হয়েছেন। এ ব্যাপারে হেড কোচ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘ফল পজিটিভ এসেছে। সঙ্গে একটু ঠাণ্ডাও লেগে আছে। আবার পরীক্ষা করতে হবে। এছাড়া আমি ভালো আছি।’


এদিকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘ডের করোনা ফল পজিটিভ এসেছে। এই কারণে সকালের অনুশীলন বাতিল হয়েছে। এছাড়া ও বলছিল শরীরটা একটু খারাপ লাগছে। এখন ডে সবার থেকে আলাদাই থাকছে। আমরা আবারও ওর করোনা পরীক্ষা করবো।’


এরআগে গত ২৯ অক্টোবর নেপাল ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফেরেন জেমি ডে। এর দুই দিন পর শিষ্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি। তার ফেরায় চাঙ্গা হন জামাল ভুঁইয়ারা। যা গত শুক্রবার ঘরের মাঠে নেপালের বিপক্ষে সেটা দেখিয়েছেন তারা। 


আগামী মঙ্গলবার নেপালের বিপক্ষে  মুজিববর্ষ ফুটবল সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লড়বে বাংলাদেশ। ম্যাচটি ঐদিন বিকাল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কিন্তু ঐ ম্যাচে জেমি ডেকে হয়তো দেখা যাবে না ডাগআউটে। 

ads

Our Facebook Page